অপেক্ষা

তোমার পথ চেয়ে,
সকাল গড়িয়ে দুপুর হল,তুমি এলে না!!
সকাল থেকে খাওয়া হলো না,
পাছে তুমি ফিরে যাও , আমাকে না পেয়ে,
তখন কি হবে!!
কতবার রাস্তায় দাঁড়ায় ,
যতবার দেখি তুমি নেই ,
আবার ফিরে আসি ঘরেই।
সন্ধ্যা হয়ে এলো প্রায় ,
অফিস ফেরত কেরানিরা ,
যে যার ঘরে যায় ,
সব ঘরে ঘরে,জ্বলছে আলো,
শুধু আমার বেলায় রাত ঘনালো!!

©️সুজন

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started