অজন্তা


শতাব্দীর সাক্ষ্য হয়ে আমি ,
বেঁচে আছি অজন্তার মতো।
তোমাদের চোখে যা ,ফুটছে ছবি হয়ে,
আসলে সব শিল্পীর দেওয়া ক্ষত !

তোমরা কি জানো ?
কোন ছেনি-তে নদী আঁকা হয় ,
কোন ছেনি-তে আঘাত পড়লে ,
সুতোর সেতু ছিন্ন হয় ?

দেওয়াল জুড়ে আবার ছবি ওঠে ,
অজান্তা এখন আরো মোহময় ,
পাথুরে চোখে নোনা জলের ধারা,
কিছু চিত্র জীবন্ত-ই হয় !!

~সুজন

১১ই‌ অগ্রহায়ণ ১৪২৯

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started